ইচ্ছা ছিল একটা লাল বেলুন কেনার
ইচ্ছা ছিল রংধনুর রংগুলোকে চেনার
ইচ্ছা ছিল একটা দুইটা তিনটা করে তারা গোনার
ইচ্ছা ছিল একটা গল্প লেখার টুনি আর টোনার
ইচ্ছা ছিল কনসার্টে গিয়ে একটু গান শোনার
ইচ্ছা ছিল সাগর থেকে ঝিনুক কুড়িয়ে আনার।
ইচ্ছা ছিল কত প্রশ্নের উত্তর জানার
ইচ্ছা ছিল তোমার সাথেই স্বপ্নগুলো বোনার।
যাবে আমাকে নিয়ে কিনতে সেই বেলুন?
আমার যত ইচ্ছা ছিল করবে কি তা পূরণ?
নেবে আমাকে গুনতে তারা দুই কিংবা তিন?
লিখব নাহয় গল্প এবার নিয়ে আমাদের দিন।
ইচ্ছা ছিল দেশ-বিদেশে নিরুদ্দেশ ঘোরার
ইচ্ছা ছিল হাত ভরে নীল চুড়ি পরার
ইচ্ছা ছিল হাতের মুঠোয় জোনাকি ধরার
ইচ্ছা ছিল জীবনটাকে নিজের মতো গড়ার
ইচ্ছা ছিল কত প্রশ্নের উত্তর জানার
ইচ্ছা ছিল তোমার সাথেই স্বপ্নগুলো বোনার।
যাবে আমাকে নিয়ে নিরুদ্দেশ ভ্রমণ?
আমার যত ইচ্ছা ছিল করবে কি তা পূরণ?
নেবে আমাকে গুনতে তারা দুই কিংবা তিন?
লিখব নাহয় গল্প এবার নিয়ে আমাদের দিন।