আমার কিসে সুখ?
দরজা বন্ধ করে একটু নাচতে পারলেই সুখ।
সাগর তটে পড়ে থাকা জ্যান্ত এক শামুক;
কাজ না করে বই পড়াতেই আমার যত সুখ।
যখন দেখি আমার মায়ের হাসি মাখা মুখ;
আর হঠাৎ হঠাৎ আমার বাবার গর্বে ভরা বুক।
বৃষ্টি ভেজা সন্ধ্যাবেলা জ্বর আসলেও সুখ;
আর ভোরবেলা বারান্দাতে কফির এক চুমুক।
দিনের শেষে বাসায় ফিরে ল্যাপটপে ফেসবুক;
স্ট্যাটাসটা শেয়ার হলেই আমার যত সুখ।
No comments:
Post a Comment