সময় যখন ডাকছে তোমায়
মুখ ফিরিয়ে নিচ্ছো কেন?
হাতছানি দেয় আকাশ আশায়
পাতালপানে দৃষ্টি কেন?
রংধনু আজ পাখির ডানায়
স্পর্শ পেতে শঙ্কা কেন?
--
একটু যদি সাহস করো,
হাত বাড়িয়ে একটু ধরো,
সৃষ্টি তোমার হাতের মুঠোয়।
বিশ্ব তোমার চোখের পাতায়।
No comments:
Post a Comment