স্বপ্নবুড়ির কোলে চড়ে যাব আমি রঙের দেশে,
সেখান থেকে কিনব আলো, সাজব ইন্দ্রধনুর বেশে,
আলোগুলো ছড়িয়ে দেব সবার মাঝে হেসে হেসে,
থাকবে সবাই আলোয় আলোয় আনন্দ আর সুখের রেশে,
তখন আমি হারিয়ে যাব, রাখবে না কেউ মনের পাশে,
আলোগুলো ফুরিয়ে গেলে খুঁজবে সবাই আমায় শেষে,
স্বপ্নবুড়ি আমায় তখন ঘুম পাড়াবে ভালবেসে।
রঙের বুড়ো কিনবে তোমায় রংধনুর ঐ আলো দিয়ে,
ReplyDeleteবসিয়ে রাখে আকাশ মাঝে হুতুম প্যাঁচা চাঁদ সরিয়ে,
তারারা সব বাসবে ভালো আদরমাখা মুখটা দেখে,
সূর্য উঠে লজ্জা পাবে আসবে আরো আগুন মেখে,
বৃষ্টি ঝরে অনেক জোরে হাসবে যে জল ঝলমলিয়ে,
অন্ধকারেও রঙের বুড়ো মরে তোমায় বুকে নিয়ে।