Friday, November 9, 2012

ডেমি মুর...






১৬ বছর বয়সে হাইস্কুল পাস না করেই নেমে পড়েন মডেল হওয়ার প্রচেষ্টায়। ১৮বছর বয়সে তাঁর নগ্নছবি প্রকাশিত হয় একটি ম্যাগাজিনে। এই হলেন ডেমি গাইনস, যাঁকে আমরা চিনি ডেমি মুর নামে!! খুবই অসুখী আর বিশৃঙ্খল একটি ছেলেবেলা কাটিয়েছেন। যার প্রভাব স্বাভাবিক ভাবেই পড়েছে তাঁর বাকি জীবনের ওপর।

১৩ বছর বয়সে জানতে পারেন যাকে তিনি বাবা বলে জানেন, তিনি আসলে সৎবাবা। অন্যদিকে ছোটবেলা থেকেই মা-এর অসঙ্গতিপূর্ণ আচরণ তাঁকে ফেলে নানা বিব্রতকর পরিস্থিতিতে।

১৮ বছর বয়সে জীবনের প্রথম বিয়েটি করেন ডেমি। ফ্রেডি মুর নামের এই মিউজিশিয়ানের সাথে সংসার টেকে মাত্র ৫ বছর। এর ২বছর পরই বিয়ে করেন হলিউড সুপারস্টার ব্রুস উইলিসকে এবং জন্ম দেন তিনটি সন্তানের। এক যুগ সুখে সংসার করার পর এই বিয়েটিও ভেঙ্গে যায়। এরপর ২০০৫ সালে বিয়ে করেন তাঁর চেয়ে পাক্কা ১৬ বছরের ছোট তখনকার উঠতি হলিউড স্টার অ্যাশটন কুচারকে। ঠিক এক বছর আগে বিচ্ছেদ ঘটে এই জুটিরও।



এখন তিনি একাই আছেন। সিনেমা করেন না তেমন একটা। অবশ্য তার দরকারও নেই। ডেমির করা ৯০-এর দশকের সিনেমাগুলোর জন্যই দর্শকরা তাঁকে মনে রাখবে সারা জীবন। গোস্ট, ইনডিসেন্ট প্রোপোজাল, আ ফিউ গুড মেন এবং স্ট্রিপটিজ করে আলোচনায় চলে আসা ডেমি মুর কখনোই হলিউড আলোচনা থেকে ছিটকে পড়েননি। ১১ই নভেম্বর এই সুন্দরীর ৫০ তম জন্মদিন। 

  


No comments:

Post a Comment