Saturday, November 24, 2012

ব্রিটিশ গায়িকা ডাইডো

পুরো নাম, ডাইডো ফ্লোরিয়ান ক্লাউড ডি বর্নভিএইল ওম্যালি আর্মস্ট্রং। এত লম্বা নাম হওয়ার কারণেই ডাইডোর পুরো নাম কেউ জানে না। দেখতে বাচ্চাদের মতো মিষ্টি কিন্তু গলার স্বর বেশ ভারি আর পরিণত। কবি মা আর প্রকাশক বাবার ঘর আলো করে ১৯৭১ সালের ক্রিসমাস-ডেতে জন্ম নেন ডাইডো। বাবা-মা শখ করে বিশাল নাম রাখলেও এই নামের বিড়ম্বনা কম ছিল না। নামের জন্য ছোটবেলায় নানা হয়রানির শিকার হতে হয়েছে ডাইডোকে।

ডাইডো প্রথম ডেমো ট্র্যাক রেকর্ড করেন ১৯৯৫ সালে। এই ট্র্যাকগুলোকেই একসাথে করে তৈরি হয় অ্যালবাম 'অডস অ্যান্ড এন্ডস'। 
এই অ্যালবামের প্রথম গান 'হিয়ার উইথ মি' টেলেভিশন শো রসওয়েলের থিমসং হিসেবে ব্যবহৃত হয়। এর পরপরই ২০০০ সালে অ্যামেরিকান র‌্যাপার এমিনেম তাঁর 'স্ট্যান' নামের গানে ব্যাবহার করেন ডাইডোর 'থ্যাংক ইউ' গানের প্রথম কলি এবং সাথে সাথেই  ইংল্যান্ডের পাশাপাশি অ্যামেরিকায়ও তুমুল পরিচিতি ও জনপ্রিয়তা পায় ডাইডোর গন। এরপর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি।


পরের অ্যালবাম লাইফ ফর রেন্ট মুক্তি পায় ২০০৩ সালে। এবং মুক্তির প্রথম দিনেই এক লাখ বাহান্ন হাজার কপি বিক্রি হয় অ্যালবামটির। ইংল্যান্ডে সবচেয়ে ব্যাবসা সফল অ্যালবামের তালিকায় লাইফ ফর রেন্ট রয়েছে ৪ নম্বরে। এরপর একে একে বের হয় ডাইডোর অন্যান্য অ্যালবাম। কিন্তু প্রথম অ্যালবামগুলোর মত জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি পরেরগুলো।


২০১০ সালে 127 hours ফিল্মে এ আর রাহমানের কম্পোজিশনে ইফ আই রাইজ গানটি করেন ডাইডো, যা ৮৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়ন পায়। অ্যালবামের ব্যাপারে অমনোযোগী হয়ে পড়া ডাইডো আজকাল বিভিন্ন ফিল্মের জন্য গান করতেই পছন্দ করেন। কিন্তু ডাইডো ভক্তরা এখনো অধীর আগ্রহে অপেক্ষা করে তাঁর নতুন অ্যালবামের জন্য।


No comments:

Post a Comment